ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

সু চির ৪ বছরের কারাদণ্ড

suchiমিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক শাসক। সামরিক সরকারের বিরোধিতা ও করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে সু চিকে এ কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সু চির বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হলেও তিনি সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে হাজির হওয়ার পর সু চির কথা তেমন একটা শোনা হয়নি।

৭৬ বছর বয়সী সু চি তার দেশের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। গত বছর তার দল এনএলডি আবার নির্বাচিত হলে সেনাবাহিনী নির্বাচনে অনিয়মের অভিযোগ আনে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে ক্ষমতা নেয় সেনাবাহিনী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ