ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো কলেজছাত্রের

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান নগরীর ওমরগণি এম.ই.এস. কলেজের ছাত্র। ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয় অভিমুখী শাটল ট্রেন ২ নম্বর গেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। দ্রুত ইরফানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন