ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ন

মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মেয়েসহ নিহত ২

boguraমায়ের মৃত্যুর খবর শুনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ওমেরা গ্যাস পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার নূপুর আক্তার (২২) ও রুনা আক্তার (১৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, নূপুর ও রুনা গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতেন। গতকাল রাতে নূপুর খবর পান, তারা মা মারা গেছেন। মায়ের মৃত্যুর খবরে রোববার ভোরে নূপুর, তার স্বামী রাকিবুল ও চাচাতো বোন রুনা মোটরসাইকেলযোগে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তাদের মোটরসাইকেল সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নূপুর ও রুনা মারা যান। আহত হন মোটরসাইকেল চালক রাকিবুল।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন