ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ২:২১ অপরাহ্ন

বরিশাল মেডিক্যালে আগুন, আহত ৩

barishal-medicalবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিচতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই জন ও এক আনসার সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, আগুনের সূত্রপাত হাসপাতালের নিচতলায়। এ ঘটনায় উদ্ধারকর্মী ছাড়া কেউ আহত হননি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন