ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১:০৮ অপরাহ্ন

শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

thakurgoanঠাকুরগাঁওয়ে এক স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে মানবন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার মলানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মলানি উচ্চ বিদ্যালয়ে কিছু পদে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে জিজ্ঞেস করেন এলাকার আফাজ উদ্দিন ও তার সমর্থকরা। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগ করতে বলেন প্রধান শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে তারা মারধর করে। এই ঘটনায় আজ রাস্তায় আন্দোলনে নামে স্কুলের শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে।

হামলার শিকার প্রধান শিক্ষক ফজলুল বলেন, ‘স্কুলে প্রবেশের সময় আফাজ ও তার সমর্থকরা এসে আমার পথ রোধ করে। এসময় তারা আমাকে মারধ করে। আমি সুষ্ঠ বিচার চাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া সত্যি নিন্দনীয়। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন