ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশকে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিলো দ‌ক্ষিণ কো‌রিয়া

bd-koreaকূটনৈ‌তিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে দ‌ক্ষিণ কো‌রিয়া। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের কাছে গা‌ড়ির চাবি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দ‌ক্ষিণ কো‌রিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রটোকল গাড়ি দেওয়ার জন্য কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এ গাড়িগুলো বাংলাদেশ সরকারকে আরও সফল প্রোটোকল দায়িত্ব পালনে সহায়তা করবে।

দেশটির রাষ্ট্রদূত বলেন, কোরিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাতটি বিলাসবহুল কোরিয়ান গাড়ি কূটনৈতিক সম্পর্ক আরও ভালো অবদান রাখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন