ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে এক অসহায় মায়ের আর্তনাদ

narayangonjপ্রতিদিনের মতোই গত ৫ মে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিলে রাফি ও রাফাত। তাদের মধ্যে একজন সপ্তম শ্রেণি ও অন্যজন ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তবে স্কুল ছুটি হলেও এখন পর্যন্ত বাড়ি ফেরেনি তারা। প্রায় এক মাস ধরে নিখোঁজ দুই ভাই। তাদের খোঁজে দিশেহারা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার বাসিন্দা আঁখি আক্তার খুঁজছেন ছেলেদের আর দু’হাতে মুছে যাচ্ছেন চোখের পানি। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছেন এই মা।

শাহাদাত হোসেন আল রাফি ও আরিফ হোসেন রাফাত পড়াশোনা করত নারায়ণগঞ্জের সোনারগাঁ শিল্পনগর স্কুল অ্যান্ড কলেজে। যাদের একজনের বয়স ১৪ এবং অন্যজনের ১২ বছর। কিন্তু দুই ছেলে কীভাবে নিখোঁজ হলো, তার কিছুই জানেন না মা। কারও সঙ্গে কোনো শত্রুতাও নেই বলে জানান আঁখি আক্তার।

তিনি বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। মে মাসের ৫ তারিখ সকালে দুজনকেই স্কুলে পাঠিয়েছিলাম। কিন্তু স্কুল থেকে তারা আর ফিরে আসেনি। আজ এক মাস হয়ে গেল, এখনো কোনো খোঁজ পাইনি আমার ছেলেদের।

সোনারগাঁয়ে ৪ ছেলেকে নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই ছিলেন আঁখি আক্তার। হঠাৎ বড় দুই ছেলেকে হারিয়ে পাগল প্রায় তিনি। পথে পথে ঘুরছেন আর খুঁজে বেড়াচ্ছেন দুই সন্তানকে। বড় দুই ভাইকে না পেয়ে মায়ের সঙ্গে সঙ্গে কাঁদছে ছোট দুই ভাইও।

সন্তানদের ফিরে পেতে গত এক মাস ধরেই কোথায় যাবেন, কী করবেন, কিছুই ভেবে পাচ্ছেন না আঁখি। দুই হারানো মানিকের ছবি বুকে নিয়েই স্মৃতিচারণ করছেন, সঙ্গে আহাজারি। বারবারই বলছিলেন, খেতে বসলেই মনে পড়ে ওদের কথা। ঘুমাতে গেলে মনে হয় বিছানাটা খালি।

ছেলেদের খোঁজ পেতে মা আঁখি আক্তার নিয়েছেন আইনের সহায়তাও। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করেছেন জিডি। তবে তাতেও মেলেনি কোনো উপায়।

এদিকে সন্তান নিখোঁজের এক মাস হতে চলল, কিন্তু এখনো পাওয়া যায়নি কোনো খোঁজ। এভাবে আর কতদিন কাঁদতে হবে মা আঁখিকে, মিলছে না তারও উত্তর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন