ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ২:৪১ অপরাহ্ন

সাংবাদিকদের ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিল বাংলাদেশ ব্যাংক

bangladesh-bankসাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে অবাধ প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে কোনও বাধা রইল না।

মঙ্গলবার (৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেপুটি গভর্নর সাইদুর রহমান জানান, কিছুদিনের জন্য প্রবেশে কিছুটা বিধিনিষেধ থাকলেও, এখন আর কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে সমস্যা নেই।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবে না বলে আশা করি। তবে, যেটা দেশের জন্য উপকার, সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।

তিনি বলেন, আমরা নতুন গভর্মেন্টের জন্য অপেক্ষা করছি। কিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পাড়িনি। তবে, এখন আমরা সবই তুলে ধরবো। আপনাদের আসা লাগবে না, আমরা আপনাদের কাছে পৌছিয়ে দেব।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল গভর্নর। এরপর বিভিন্ন সাংবাদিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়ায় নিন্দা জানায়। একই সঙ্গে সাংবাদিকরা একাধিকবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। অবশেষে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন