ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরো ৭ দিন বাড়লো

পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি সহ বিভিন্ন ছুটি সংযুক্ত করে ২৬ দিন পর রবিবার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। কিন্তু এরই মাঝে সারাদেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিলো। তার পরিপ্রেক্ষিতে সরকার ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

students

ফাইল ছবি

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির মেয়াদ আরো সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের বন্ধের মেয়াদ বাড়লো ২৭ এপ্রিল পর্যন্ত।

শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহ স্ব স্ব বিভাগের পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

single-ad-main-1

প্রসঙ্গত, পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি সহ বিভিন্ন ছুটি সংযুক্ত করে ২৬ দিন পর রবিবার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। কিন্তু এরই মাঝে সারাদেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিলো। ফলে এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খুলে ছুটির মেয়াদ বাড়ানোর দাবি করেছিলেন অভিভাবকরা। ফলে তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সাতদিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, তীব্র তাপদাহে শিশু কিশোরদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। এ সময় সরকারি বিদ্যালয়, শিশুকল্যাণ ও ট্রাস্টের স্কুলগুলো ও উপানুষ্ঠাানিক শিক্ষা ব্যুরো স্কুল ছুটি থাকবে।

single-ad-main-2

এছাড়াও সকালে এক বিবৃতিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। এতে জানানো হয়, দেশজুড়ে বহমান দাবদাহের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল (২৬ ও ২৭ এপ্রিল সাপ্তাহিক ছুটি) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা (হিট অ্যালার্ট) জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ