ফ্যাসিবাদী হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেশের সকল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ শাহজাহান মাদানী।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব মন্তব্য করেন।
শিক্ষকদের উদ্দেশে ড. মাওলানা মুহাম্মদ শাহজাহান মাদানী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক এর কর্ণধার হবে। শিক্ষার্থীদের আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে আগে শিক্ষকদের আদর্শবান হতে হবে। নিজেদের অধ্যবসায়ের মধ্যে রেখে শিক্ষার্থীদের পড়াশোনা করাতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে করে মেরুদণ্ড সম্পন্ন জাতি গঠন করা যায়। নৈতিকতা শিক্ষাকে আগে প্রাধান্য দিতে হবে।