নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পোরশা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক দুইজন হলেন- উপজেলার শিতলীডাঙ্গা এলাকার মইমুদ্দিনের ছেলে সানাউর রহমান ঝুলু ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শম্ভু ইসলাম।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, বুধবার ভোর রাতের দিকে ঝুলু ও শম্ভু ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভড়কাডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। তবে তারা কি কারণে ভারতে ঢুকে পড়েছিল তা জানাতে পারেনি কেউ।
এদিকে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-১৬ ব্যাটালিয়নের সিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। আজ বৃহস্পতিবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষ হলে ঘটনার সত্যতা ও কারণ জানা যাবে।