রংপুরের বিভিন্ন মন্দিরে আজকের দিন বিশেষভাবে রঙিন হয়ে উঠেছে সিঁদুর খেলার মাধ্যমে। মহাষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব আজ রোববার (১৩ অক্টোবর) মহাদশমীতে এসে সমাপ্তির পথে। প্রতি বছরের মতো এ বছরও রংপুরের পূজামণ্ডপে দুর্গা প্রতিমার বিসর্জনের পূর্বে চলছে সিঁদুর খেলা। বর্ণিল এ উৎসবে নারী ভক্তরা সিঁদুর নিয়ে মাতছেন আনন্দে, একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে পূর্ণতা দিচ্ছেন দেবী দূর্গাকে বিদায় জানানোর ঐতিহ্যবাহী রীতিতে।
সকালের দিক থেকে মন্দিরে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পূজা-অর্চনা এবং অঞ্জলি শেষে মন্দিরের প্রাঙ্গণে শুরু হয় সিঁদুর খেলা। বিভিন্ন বয়সের নারীরা একে অপরের কপালে সিঁদুর দিয়ে সাজিয়ে তুলছেন, দেবী দুর্গার প্রতিমায় সিঁদুর অর্পণ করছেন, আর সেই সঙ্গে চলছে আনন্দের ঢেউ। সিঁদুর খেলার পাশাপাশি ভক্তদের মধ্যে চলছে ঢাকের তালে তালে নাচগান। ঢাক-ঢোলের তালে তালে ভক্তরা যেন উৎসবের আমেজে ডুবে আছেন।
রংপুর শহরের প্রধান প্রধান পূজামণ্ডপে আজ দিনভর চলবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। বিকেলের দিকে দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।