ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৮:১৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

death-in-chuadangaচুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টুটুল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ আরও এক আরোহী। সোমবার (৩ জুন) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরোনগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিন ভাই বোনের মধ্যে টুটুল সবার বড়।

নিহত টুটুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মণ্ডলের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)।

single-ad-main-1

আবুল হোসেনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়েছে। এছাড়া মিলন হোসেনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের চাচা মাসুম জানান, টুটুল চুয়াডাঙ্গা সরকারী কলেজের মাস্টার্সের ছাত্র। তার আগামী মাসে উচ্চ শিক্ষা নিতে রোমানিয়া যাওয়ার কথা ছিলো। কিন্তু এ দুর্ঘটনায় পরিবারের সকল স্বপ্ন ঝরে গেল সড়কে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহর থেকে নিজ বাড়ি গহেরপুর ফেরার পথে কিররোনগাছী নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টুটুল হোসেনসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে টুটুল মারা যান। নিহতের মরদেহ হস্তান্তরের কাজ চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

single-ad-main-2

এদিকে এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকলেও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলেও লাশ দেননি চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃপক্ষ। পরে পরিবারের লোকজন হাসপাতালের সামনেই রাত কাটিয়েছেন।

পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় মৃত সন্তানের মরদেহ নিতে পুলিশি হয়রানি করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন