বান্দরবানে গত দুই দিন ভারী বৃষ্টিপাতের কারণে চার মাইল মিলনছড়ি এলাকার একটি বেইলি সেতুর একপাশে দেবে গেছে। ফলে মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বান্দরবান-রুমা-থানচি উভয় দিকের বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
থানচি বাসমালিক সমিতির লাইনম্যান সাহাব উদ্দীন বলেন, ব্রিজের একপাশের গাইডওয়াল ভেঙে গেছে। এ জন্য একপাশ দেবে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে রুমা-থানচিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭মে টানা বৃষ্টির কারণে বান্দরবান-রুমা-থানচি সড়কের মিলছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন লাইমীপাড়া এলাকার একটি বেইলি ব্রিজের নিচের মাটি সরে গেছে। এতে বেইলি সেতু একপাশে দেবে গেছে। তাই সকাল থেকে গণপরিবহন ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেল ও ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে ব্রিজের দুই পাশে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।